
খবর অনলাইন :
আড়তের অভ্যন্তরে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে যাত্রাবাড়ী ব্যবসায়ী মালিক বহুমুখী সমবায় সমিতি। শনিবার সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহসাধারণ সম্পাদক শামীম কবির ভূঁইয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাইকারি কাঁচামাল আড়ত মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শ্রী দিবেন্দু রায় ভুলু বাবু।
এছাড়াও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মমিন মোল্লা, সদস্য সাইফুল ইসলাম সিজারসহ বিভিন্ন মার্কেট মালিকরা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, আড়তে মালামাল এলেও চাঁদা দিতে হয়, বের হলেও চাঁদা দিতে হয়। ৫-৬ ধাপে চাঁদা দিতে হচ্ছে। ব্যবসায়ীরা কয়েক ধাপে চাঁদা দেওয়ার কারণে মালামালের দাম বৃদ্ধি করে বেচাকেনা করতে হচ্ছে।
যাত্রাবাড়ী আড়তসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ চাঁদাবাজি চলছে। প্রশাসনকে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি।
অবিলম্বে চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান ব্যবসায়ীরা। বন্ধ না হলে চাঁদাবাজ ও তাদের আশ্রয়-প্রশ্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।