
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের চরাঞ্চলে এক পুরুষ সাংবাদিকের বিরুদ্ধে নারী সহকর্মীর প্রতি কুদৃষ্টি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ভুক্তভোগী নারী সাংবাদিক। শেষপর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৯৪৪, তাং-২৫/৯/২০২৫) করতে বাধ্য হন।
ভুক্তভোগী (নাম প্রকাশ করা হল না) বর্তমানে দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় কর্মরত। অভিযোগ রয়েছে, দৈনিক ময়মনসিংহের খবর অনলাইন পোর্টালের ওই পুরুষ সাংবাদিক (নাম প্রকাশ করা হল না) সংবাদ সংগ্রহের কথা বলে নানা সময়ে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে গিয়ে অশালীন অঙ্গভঙ্গি, কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলতেন। ভদ্রতার সীমা অতিক্রম করে এক পর্যায়ে তিনি নারী সহকর্মীকে মানসিকভাবে নিপীড়ন করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত (নাম প্রকাশ করা হল না) পুরুষ সাংবাদিকের অতীতও কলঙ্কময়। একাধিক বিয়ে, নারী ঘটিত কেলেঙ্কারি, এমনকি প্রকাশ্যে জুতাপেটা খাওয়া ও জরিমানা গুনতে হওয়া—এসব রেকর্ড তার রয়েছে। তবুও লজ্জা-শরমের বালাই না থাকায় তিনি নারী সহকর্মীকে করায়ত্ত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। এ সময় দুই-তিনজন লম্পট সহকর্মীর সহযোগিতায় ভুক্তভোগীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ অপবাদ ছড়িয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
নিত্যদিনের প্রলোভন, ভয়ভীতি, কটূক্তি, ট্রলিং ও হুমকির কারণে মানসিক চাপে পড়া ওই নারী সাংবাদিক বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন। পরে গত ২৬/৯/২০২৫ তারিখে ১নং পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টরের উপস্থিতিতে উভয় পক্ষকে বসানো হলে অভিযুক্ত পুরুষ সাংবাদিক নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন গর্হিত কাজ আর করবেন না মর্মে মুচলেকা দেন।
তবে ভুক্তভোগী নারী সাংবাদিক জানান, মুচলেকা দিলেও তিনি এখনো আতঙ্কে রয়েছেন। তার আশঙ্কা, সভ্য সমাজে অসভ্য এ ব্যক্তি ও তার সহযোগীরা পেশাগত কাজে এবং সামাজিক জীবনে অব্যাহতভাবে ষড়যন্ত্র চালিয়ে যেতে পারে। তিনি এর স্থায়ী আইনি সমাধান কামনা করেছেন।