
খবর ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের সংসদীয় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।
প্রতীক বরাদ্ধের পরই উভয় প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আবারও আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বিশ্বাস নেতাকর্মী ও সমর্থকরা আমাকে আবারও বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আবারও আমি এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব।
স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে অনুমতি দিয়েছেন এবং দোয়া করেছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ পরিবর্তন চায়। তারা একজনের মধ্যে আর আবদ্ধ থাকতে চায় না। জনগণ আমাকে বিজয়ী করার জন্য ৭ জানুয়ারির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। ৭ তারিখ সারাদিন জনগণ ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়ী করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমার নেতাকর্মী ও সমর্থক ও ভোটারদের সাথে নিয়ে ৭ জানুয়ারি এই আসনটি দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ।