চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব দেশব্যাপী জনসেবা কর্মকাণ্ডের চব্বিশ বছর অতিক্রম করেছে। গত রোববার নগরীর একটি রেস্টুরেন্টে ২৫–২৬ রোটাবর্ষের নতুন কমিটির অভিষেক প্রোগ্রাম চেয়ারম্যান আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মো.ইয়াহিয়া আখতার। সংবর্ধিত অতিথি চবি বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড.মো.তৈয়ব চৌধুরী। অভিষিক্ত সভাপতি রোকসানা ফারুককে সভাপতির কলার পরিধানের পর তিনি নতুন বোর্ডকে পরিচয় করিয়ে দেন। বক্তব্য রাখেন বিগত ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়া। এতে ক্লাবের ৭ জন রোটারিয়ানকে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন ড. মো. তৈয়ব চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, মো. মনিরুজ্জামান, খন রঞ্জন রায়, নুর মোহাম্মদ চৌধুরী, আরিফ আহমেদ, উৎপল বড়ুয়া। বছরব্যাপী অনন্য অবদানের জন্য রোটারিয়ান মো. কামরুল হাসান মিলন ও রোটারেক্টর মোজাম্মেল মাসুমকে এওয়ার্ড প্রদান করা হয়।বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত পিডিজি খায়রুল আলম, কুমিল্লা থেকে আগত পিডিজি দিল নাশিন মহসিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, এস কে আজিম পিন্টু। ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম চৌধুরী, মনিরুজ্জামান, পিপি খন রঞ্জন রায়, আজিজুল হক, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আজিজুল ইসলাম বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন