চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয় এর সাথে বান্দরবান পার্বত্য জেলার সুধীগণের মতবিনিময়

শৈলুমং মার্মা, প্রতিনিধি : গত ০৯ ডিসেম্বর, সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ দুপুর ৩.০০ ঘটিকায় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইনে জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সভাপতিত্বে স্থানীয় সুধীগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের (ডিআইজি) জনাব মোঃ আহসান হাবীব পলাশ।

এ সময় ডিআইজি মহোদয় উপস্থিত শিক্ষকবৃন্দ, রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ধর্মের ও পাহাড়ি সাম্প্রদায়ের প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তব্য শুনেন।

উক্ত সুধী সমাবেশে সম্মানিত ডিআইজি মহোদয় তাদের প্রশ্নের উত্তরে বলেন- আমাদের প্রথমে নিজেকে সহ সকলকেই মানসিক ও নৈতিক চিন্তা ধারার পরিবর্তন আনতে হবে। সামগ্রিকভাবে সকলকেই দেশের কথা চিন্তা করতে হবে, তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এদেশ আমাদের সকলের। সাদা-কালো, ধর্ম, বর্ণ, জাতি-উপজাতি-পাহাড়িদের মধ্যে বিভাজন তৈরি করা যাবেনা। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক তাই সাম্য এবং সম্প্রীতি নিয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। তবে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং গুজব ছড়িয়ে দেশের মধ্যে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন- পুলিশি সেবা জনগণের কাছে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হলে পুলিশের সংস্কার প্রয়োজন। তাই পুলিশের সংস্কারের জন্য সুশীল সমাজসহ সকলকেই এগিয়ে আসতে হবে। পরিশেষে তিনি বান্দরবান পার্বত্য জেলা পুলিশকে জনবান্ধব হয়ে জনগনের জন্য পুলিশি সেবা নিশ্চিত করতে হবে ।

এ-সময় উপস্থিত বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, সাংবাদিকগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন