চট্টগ্রাম নগর যুবদলের দুই সহ-সভাপতিকে বহিস্কার

নিজস্ব প্রতিনিধি : শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নগর যুবদলের ২ সহ-সভাপতিকে বহিস্কার করা হয়েছে।

তারা হচ্ছেন- নাসিম চৌধুরী ও জাহিদ হোসনে বাবু। তাদের বহিস্কারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বহিস্কারাদেশ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের চট্টগ্রাম মহানগর যুবদল প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।আ

মন্তব্য করুন