
স ম জিয়াউর রহমান : চট্টগ্রামের খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় খুলশীর পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খুলশীতে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় ১জনের লা*শ উদ্ধার করা হয়েছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত এখনও লাশের নাম বা পরিচয় জানা যায় নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।