চট্টগ্রাম আনোয়ারায়-৪ বসতঘর, রাঙ্গুনিয়ায় ৭ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় পৃথক পৃথক অগ্নিকান্ডে ১১ বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। রবিবার (১ ডিসেম্বর) ভোররাতে আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মোঃ করিম, মোঃ ইলিয়াছ, জেবল হোসেন ও আক্তার হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. ফরহাদুল ইসলাম জানান, রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো. ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। এদিকে একই দিন

রাউজানে আগুনে পুড়ে ৭ দোকান ছাই

রাউজানে আগুনে পুড়েছে ৭টি দোকান। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মো. আব্বাস আলী খাঁনের মুদির দোকান, মো. আক্কেল আলীর মুদির দোকান, মো. ফারুক চায়ের দোকান, মো. শহর আলী চায়ের দোকান, মো. সাবের আলীর মেশিনারি ও মেক্যানিক্যাল দোকান, ডা. সাধন দাশের ঔষুধের দোকান, টিংকু দে এর সেলুন পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ভয়াবহ আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে পণ্যসামগ্রী, আসবাবপত্র ও দোকানঘর পুড়ে অন্তত ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।আ

মন্তব্য করুন