চট্টগ্রাম আদালত অঙ্গনে তাণ্ডবের ঘটনায় আরো ১টি মামলা

চিন্ময়সহ ১৬৪ জন আসামি ওসিকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন না–মঞ্জুরকে কেন্দ্র করে আদালত অঙ্গনে সংঘটিত তাণ্ডবের ঘটনায় ১৬৪ জনকে আসামি করে আরো ১টি মামলা দায়ের হয়েছে। এতে হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৫০০ জনকে। আদালত পাড়ার রেজিস্ট্রি অফিসে একটি জমির রেজিস্ট্রি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উল্লেখ করে গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মো. এনামুল হক চৌধুরী নামের এক ব্যক্তি নালিশী মামলাটি দায়ের করেছেন। তিনি পটিয়ার ধলঘাট চৌধুরী বাড়ির বাসিন্দা। আদালত মামলাটি তদন্তের জন্য নগরীর কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী সামশুল আলম দৈনিক আজাদীকে বলেন, মোল্লারে ধর বলে আমার মক্কেলের ওপর উপর্যুপরি হামলা চালানো হয়। তিনি একটি জমি রেজিস্ট্রি করতে আদালত পাড়ার রেজিস্ট্রি অফিসে আসছিলেন। চিন্ময় দাশের হুকুমে এ ঘটনা ঘটানো হয়েছে। আদালত যখন চিন্ময় দাশের জামিন না–মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তখন তাকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে ধরেন তার অনুসারীরা। এ সময় পুলিশের হ্যান্ড মাইক ব্যবহার করে অনুসারীদের কাজ চালিয়ে যেতে নির্দেশ দেন চিন্ময়। আইনজীবী সামশুল আলম বলেন, আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন এবং মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে হলেন- চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, চট্টগ্রাম এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ, মেথরপট্টি এলাকার চন্দন দাশ, আমান দাস, পটিয়ার শ্রী শুভ কান্তি দাশ, মেথরপট্টির বুঞ্জা, রণব, বিধান, বিকাশ, রমিত, রমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, বিশাল দাস, রাজকাপুর, ওমকার দাশ, আশরাফ আলী রোডের মো. আলী ইমাম, বাকলিয়ার মো. রবিন, মেথরপট্টির প্রান্ত দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসকন নেতা কুশল বরণ চক্রবর্তী, মেথরপট্টির বিশাল, লালা, সামির, সোহেল দাশ, শিব কুপার, বিগলাল, পরাশ, শ্রী গণেশ, ওম দাশ, পপি, অজয়, দেব, জয়, সাভেজ কামাল লিটন, দূর্লভ দাশ, রাজীব ভট্টাচার্য্য, বোয়ালখালীর উজ্জ্বল সরকার, রাউজানের সুজিত মহাজন, বোয়ালখালীর যীশুদে, সাতকানিয়ার কামাল উদ্দিন, সুকান্ত, সিআরবি এলাকার কমল দে, জামালখানের চেরাগী এলাকার দেব দুলাল ভৌমিক ও হাটহাজারীর আয়ান শর্মা।

মামলার আরজিতে বলা হয়, গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণের রেজিস্ট্রি অফিসের সামনে ও আদালতে প্রবেশের মূল গেটের সামনে দু’দফা হামলার শিকার হয়েছেন বাদী।

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীরা এ হামলা চালিয়েছেন উল্লেখ করে আরজিতে বাদী বলেন, লাঠি, বাঁশের ভাংগা ফালা, দা, বর্ষা, ত্রিসুল, রাম দা এবং লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ী আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে সার্জারি বিভাগে রেফার করেন। সেখানে তার হাতে সার্জারি করে প্লেট লাগানো হয়।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় চিন্ময়ের অনুসারী বিক্ষোভকারীরা আদালত পাড়ায় ব্যাপক হামলা, ভাঙচুর করে। এক পর্যায়ে আদালতের প্রবেশ গেটের অদুরে চিন্ময় অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুন করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, খুন হওয়া আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি ও ঘটনায় আহত মোহাম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী ২৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ৬ টি মামলা কোতোয়ালী থানায় দায়ের করা হয়।আ

মন্তব্য করুন