চট্টগ্রামে ২ গ্রুপের সংঘর্ষ, আটক-৩

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বিবদমান ২ পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ওরফে বার্মা সাইফুল ও নগর যুবদল নেতা মাহবুব রহমানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ১জন ছুরিকাঘাতে আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে সংঘর্ষে জড়িত ৩জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ২’গ্রুপের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।যু

মন্তব্য করুন