চট্টগ্রামে সেনা অভিযানে মাদকসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও ছোরা-চাকুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহীনির একটি টহল টিম এই অভিযান চালায়। দলটির নেতৃত্বে ছিলেন মেজর ইলিয়াস ফেরদৌস ও ওয়ারেন্ট অফিসার এমদাদ উল্লাহ চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সুমন, মো. কাইয়ুম উদ্দিন ও মোঃ রুবেল মিয়া। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, মাদকসেবনের উপকরণ এবং ২টি বড় ছোরা, ২টি চাকু উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার শহীদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।আ

মন্তব্য করুন