
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ষোলশহর মেয়র গলিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় আকস্মিক হামলা-আক্রমণ, যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিক্ষামন্ত্রীর ভগ্নিপতি ডা. সেলিম আক্তার চৌধুরী এবং পুলিশ কর্তৃপক্ষ এ ঘটনাটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আকস্মিক এ হামলার সময়ে মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিশাল সমাবেশ শেষে বিক্ষোভকারী ছাত্র-জনতার একটি মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র ভাঙচুর করা হয়।
এ বিষয়ে মন্ত্রীর ভগ্নিপতি ডা. সেলিম আক্তার বলেন, বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা করেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি।
নগরীর পাঁচলাইশ থানার ডিউটি অফিসার জানান, শিক্ষামন্ত্রীর বাসায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীর একজন আত্ময়ি জানান, প্রায় ২৫০ জন বিক্ষোভকারী শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এরপর বৈঠকখানার জানালার কাঁচ, ফুলের বাগান তছনছ করে। এ সময়ে শিক্ষামন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন। মেয়র গলিতে অবস্থিত বাসাটি শিক্ষামন্ত্রী নওফেলের পিতা সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন।ই