চট্টগ্রামে পুলিশকে গুলি করতে করতে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী, পুলিশসহ আহত-৪

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ‘বুড়ির নাতি’কে ধরতে ব্যর্থ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাজ্জাদের গুলিতে ২ পুলিশসহ ৪জন আহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে নগরের অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাজ্জাদের অবস্থান জানতে পেরে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনে সাততলা ভবনের পঞ্চম তলায় অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়েই গুলি চালায় সাজ্জাদ। এ সময় পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হয়েছেন। একপর্যায়ে পুলিশের ওপর গুলি চালিয়ে পাশের ভবনের ছাদে লাফ দিয়ে সাজ্জাদ পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্য হলেন- চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল এবং রাজু আহমেদ। এ ছাড়াও কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪) নামে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। আহত দুই পুলিশ সদস্য দামপাড়া পুলিশ হাসপাতাল এবং স্থানীয় দু’জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। আলোচিত এইট মার্ডার মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে অপরাধ জগতে পা রাখেন সাজ্জাদ। একপর্যায়ে সে ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত হয়ে উঠে। বর্তমানে সে হাটহাজারীর বাসিন্দা বিএনপি’র এক শীর্ষ নেতার অনুসারী বলে পরিচিত।মা

মন্তব্য করুন