চট্টগ্রামে কোটা আন্দোলনের কর্মী জসিমকে গলা কেটে হ*ত্যা

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীতে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। জসিম উদ্দিন (৩০) নামের ওই যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) রাত ৯টায় বন্দর থানাধীন আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন বন্দর থানা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, জসিম বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের চাচা বশির আহমদ বলেন, ‘আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ ছাড়া জসিম বিএনপি’র রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে আরেকটি সূত্র জানায়, জসিমের বাসার পাশে থাকা ময়লার ডিপোর ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। ডিপোতে ফেলা নষ্ট ভাতসহ বিভিন্ন উচ্ছিষ্ট সংগ্রহ করে ব্যবসা করতেন জসিম উদ্দিন। মূলত সেই ব্যবসা দখলে নিতেই দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জসিমের এক বন্ধু গণমাধ্যমকে জানান, টিসি কলোনির ময়লার ডিপোর পচা ভাতের ব্যবসা দখলে নিতেই এ হত্যাকাণ্ড। মঙ্গলবার রাতে জসিম ও বন্ধু বাবু চান্দাপাড়ার মুখে দাঁড়িয়েছিল। তখন দীপু, সোহাগ, হাসান, সৈকত, পারভেজসহ কয়েকজন এসে গলায় ছুরিকাঘাত করে। এই হত্যাকারীরাও একই এলাকার বাসিন্দা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে জসিমকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাহত করে প্রতিপক্ষের লোকজন। এতে তার শ্বাসনালী কেটে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।মা

মন্তব্য করুন