চট্টগ্রামে কাল আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষে সাইফুল নামের এক আইনজীবী নিহতের প্রতিবা‌দে আদালত বর্জ‌নের ঘোষণা দি‌য়ে‌ছে আইনজীবীরা।

আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জনের এ ঘোষণা দিয়েছে তারা। নিহত আইনজীবী সাইফুল আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বলে জানা গেছে। এছাড়া তার বাড়ি লোহাগাড়ার চুনতি বলেও জানা যায়। তিনি আইআইইউসির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে চট্টগ্রাম জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি না‌জিম উ‌দ্দিন চৌধুরী আজাদীকে ব‌লেন, এইটি আইনজীবী সমি‌তির সিদ্ধান্ত। আগামীকাল আদালত বর্জ‌নের ঘোষণা দেওয়া হ‌য়ে‌ছে।আ

মন্তব্য করুন