
নির্বাচনী কার্যালয়ে আগুন ও র্যাবের ওপর আক্রমণের ঘটনায় ২ মামলা
খবর ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে র্যাবের ওপর আক্রমণ ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পৃথক ২টি মামলায় জ্ঞাত ও অজ্ঞাত মিলিয়ে আসামি করা হয়েছে ৬৯৩ জনকে। র্যাবের মামলার এজাহারনামীয় দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে আইন–শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে।
পুলিশ জানায়, গত সোমবার ভোররাতে কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় কল্যাণ পার্টির দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন থানায়। তন্মধ্যে প্রধান আসামি করা হয়েছে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মক্কী ইকবাল হোসেনকে। অপরদিকে ৩১ ডিসেম্বর ভোরে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আক্রমণের শিকার হওয়ার ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আজমত আলী বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ এবং আরও ৬৩০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় মামলা রুজু করেন গত ১ জানুয়ারি।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রুজুকৃত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশসহ আইন–শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।