গোপালগঞ্জে হামলা ও হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার উপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের দিদার হত্যার প্রতিবাদে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল শনিবার দুপুরে টার দিকে মাগুরা শহরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে সমবেত হয়ে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, যুবদলের মিজানুর রহমান,আব্দুল কুদ্দুসসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও বিচারের কাটগড়ায় দাড় করানোর দাবি জানায়।ই

মন্তব্য করুন