April 22, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়


Warning: sprintf(): Too few arguments in /home/customer/www/amaderkhabor.com/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

গুশনের সঙ্গে ক্যাটরিনার ভিডিও ভাইরাল!

1 min read
গুশনের সঙ্গে ক্যাটরিনার ভিডিও ভাইরাল

গুশনের সঙ্গে ক্যাটরিনার ভিডিও ভাইরাল! ভারতের বলিউড কাপানো অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর জন্মদিন ছিল গতকাল। তার বয়স ৩৭ বছরে পা রাখলেন বলিউডের এই খ্যাতিনামা অভিনেত্রীর। করোনা ভাইরাসে লকডাউন এবং কোয়ারেন্টিন জীবন কাটানের ফলে এবারের জন্মদিন কোনও জাঁকজমক নেই ক্যাটরিনা কাইফের। তবে জন্মদিনেও এই বলিউড অভিনেত্রী ক্যাটরিনাকে নিয়ে গুশনের সঙ্গে ক্যাটরিনার ভিডিও ভাইরাল

কখনও বলিউড সুপার স্টার সালমন খান, কখনও রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে শুরু হয়ে বিতর্ক। আবার কখনও গুশন গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক। সবকিছু মিলিয়ে জন্মদিনেও এই অভিনেত্রী ক্যাটরিনাকে নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক।

বলিউডে আসার পর বুম সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

বুম সিনেমায়- গুশান গ্রোভারের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনার চুম্বন দৃশ্য নিয়ে এক সময় জোর শোরগোল শুরু হয়।

যা নিয়ে একেবারেই মাথা ঘামাননি ক্যাট। প্রসঙ্গত ২০০২ সালে মুক্তি পায় বুম সিনেমা।

বি গ্রেডেড ফিল্ম হিসেবে পরিচিত পেলেও, ক্যাটরিনা এবং গুশান গ্রোভারের ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল হয়ে যায়। ফলে মানুষ ওই সিনেমা দেখতে শুরু করেন।

আরো পড়ুনঃ জয়া আহসান এর ৫টি ছবি করোনায় আটকে আছে।

ভারতের বলিউডে পা রাখার পর সালমনের বান্ধবী হিসেবে পরিচিতি পান জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ওই সময় ক্যাটরিনা কাইফের পোশাক নিয়ে শুটিং স্পটের মধ্যে সালমনের বিবাদ শুরু হয়।

শুটিংয়ের মাঝেই ক্যাটরিনাকে সালমন চড় মারেন বলেও অভিযোগ।

সালমনের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

দুই জনে সম্পর্কের কথা স্বীকার না করলেও, তাঁদের ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে উঠে আসে।

যেখানে বলিউডের এই রণবীর কাপুরের সঙ্গে বিকিনি পরে সৈকতে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।