
খবর ডেস্ক :
চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স- মাস্টার্স) মাদরাসার ৩ দিন ব্যাপী ১০৫ তম বার্ষিক সভা, ঈদে মিলাদুন্নবী ও সীরতুন্নবী (সঃ) মাহফিল এবং হযরত বড় হুজুর (রহঃ) ও হযরত ছোট হুজুর (রহঃ)’র ঈছালে সওয়াব মাহফিল আগামী ১৪,১৫,১৬ ফেব্রুয়ারী ‘২০২৪ রোজঃ বুধ,বৃহস্পতি ও জুমাবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এ উপলক্ষ্যে গত ২৪/১১/২০২৩ ইং বা’দ জুমা বিভিন্ন সমাজের সমাজপতিদের নিয়ে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা মাদরাসা অডিটোরিয়ামে মাদরাসা গভর্ণিং বডির সম্মানিত সভাপতি ও পীর সাহেব হযরত শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে মাহফিলের বিশাল খরচ আঞ্জাম দেওয়া সহ মাহফিলের সফলতা ও সহযোগিতা কামনা করে আহবায়ক, সদস্য সচিব, সমন্বয়ক এবং অতিথিরা বিশদ আলোচনা উপস্থাপন করেন।
আপনারা স্ব-বান্ধব মাহফিলে উপস্থিত হয়ে দো-জাহানের কামিয়াবি ও হুজুর কেবলাদ্বয়ের রূহানী ফুয়ুজাত হাসিল করার অনুরোধ রইলো।