গারাংগিয়ার হাফেজ মুহাম্মদ শাহাদত হোছাইন এর মৃত্যুতে শোক প্রকাশ

হাফেজ মুহাম্মদ শাহাদত হোছাইন ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তিনি রাত ১১ টার দিকে একটি পারিবারিক প্রোগ্রাম শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে দিবাগত রাত ১২.৩০ টার সময়
শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকার হযরত শাহ মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ হামেদী ছিদ্দিকী (ছোট হুজুর রহ.) এর বড় পুত্র মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুল ইসলাম ছাহেেবের ছোট পুত্র। উক্ত মরহুম হাফেজ মো: শাহাদত হোসাইনের বিদেহি আত্নার শান্তি কামনা করে মরহুমের অকাল মৃত্যুর ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বারদোনা এলাকার খিতামুল্লাহ পাড়ার বাসিন্দা ও সাংবাদিক মো: গিয়াস উদ্দিন। তিনি এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

আজ বা’দ জু’মা গারাংগিয়া আলীয়া মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উক্ত জানাজায় আপনারা শরীক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করুন।

মন্তব্য করুন