গাজীপুর টঙ্গীতে ১ যুবককে পিটিয়ে হত্যা: পরিবারের দাবি খুন করেছে

খবর ডেস্ক :
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকার নিশাত নগরে শাহ আলী (৩০) নামে ১ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, রিকশা চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে মারা গেছে। অন্যদিকে পরিবারের দাবি, বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। নিহত শাহ আলী নিশাতনগর বস্তির সারিকুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে টঙ্গীর মিলগেট নিশাতনগর বস্তি সংলগ্ন জনৈক আবুল হোসেনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, শাহ আলীকে ভোররাতে জনতা রিকশা চুরি করার সময় হাতে-নাতে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী ইতি আক্তারের দাবি, তার স্বামী তার সাথে ঘুমিয়েছিল। ভোররাতে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। স্ত্রীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামী শাহ আলীকে খুন করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, শাহ আলী ১জন চিহ্নিত চোর ও ছিনতাইকারী। সে রিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ও গণপিটুনিতে মারা যায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন