
ডেস্ক : গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আলী ওসমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, কেন্দ্রীয় সহ–প্রচার সম্পাদক মাওলানা সায়েমউল্লাহ, কেন্দ্রীয় ছাত্র–বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ–অর্থ সম্পাদক মাওলানা ফয়সাল, কেন্দ্রীয় সহ–ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, বায়েজিদ থানা সভাপতি মাওলানা নুরুন্নবী, জাহেদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সেহেরির প্রস্তুতির সময় গাজায় বোমা হামলা করে ৪০০ নারী শিশুকে শহীদ করা হয়েছে। রমজানে নিরপরাধ শিশু হত্যার তীব্র নিন্দা জানাই। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। জেহাদের প্রথম সূচনা পণ্য বয়কট। নেতানিয়াহুর উত্তরসূরি শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে হবে। কোরআন তেলাওয়াত করেন মো. আনাস। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মোমিন রোড, জামালখান প্রদক্ষিণ করে। ছাত্রশিবির মহানগর : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা নগরের লালদীঘি মাঠ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্রশিবির মহানগর উত্তর সভাপতি তানজির হাসান জুয়েল ও দক্ষিণ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি।
এতে বক্তার বলেন, গাজায় আমাদের মজলুম ভাইবোনরা যখন তাদের সেহরির প্রস্তুতি গ্রহণ করছিলেন, ঠিক সে মুহুর্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারো নৃশংসতা শুরু করেছে দখলদার ইসরায়েল। বেসামরিক নাগরিকদের উপর যে বিভীষিকাময় নির্যাতন দখলদাররা চালাচ্ছে তা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবতার প্রতি এক চরম অবজ্ঞা। মানববন্ধনে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ সেক্রেটারী মাইমুনুল ইসলাম মামুন ও উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ প্রমুখ।আ