গাজায় নারী ও শিশুদের ঠান্ডা মাথায় হত্যা, ইসরাইলের নৃশংসতার ভিডিও প্রকাশ্যে

খবর ডেস্ক :
আল জাজিরা দ্বারা প্রাপ্ত ভিডিও এবং স্থির চিত্রগুলো দেখায় যে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় শাদিয়া আবু গাজালা স্কুলের ভিতরে লাশের স্তুপ জমে আছে।

বুধবার উত্তর গাজা উপত্যকার ওই স্কুলে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত এক ডজনেরও বেশি ফিলিস্তিনির মৃতদেহ পাওয়া গেছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা বলছেন, ইসরাইলি বাহিনী তাদের আত্মীয়দের ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে, যারা ভিতরে আশ্রয় নিচ্ছিল।

স্কুলটি ইসরাইলের বোমাবর্ষণে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে অন্তত ১৫টি গুলিবিদ্ধ ও পচা লাশ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী এবং নিহতদের স্বজনরা জানিয়েছেন, ইসরাইলের সেনারা তাদের ফাঁকা জায়গায় গুলি করেছে। মঙ্গলবার-বুধবার রাতে নিহতদের হত্যা করা হয়েছে বলে জানা গেছে, তবে এটি নিশ্চিত করা যায়নি।

মৃতদেহের মর্মান্তিক ফুটেজ আল জাজিরা প্রাপ্ত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। এর আগে বুধবার, ইসরাইল জাবালিয়ায় জাতিসংঘ পরিচালিত আবু হুসেন প্রাথমিক বিদ্যালয়ে গোলাবর্ষণ করে, এতে কয়েক ডজন লোক নিহত ও আহত হয়। ইসরাইল ক্রমাগত স্কুল এবং হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে নৃশংস ইসরাইলি বিমান ও স্থল অভিযানে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

মধ্য ও দক্ষিণ গাজার কিছু অংশে, পাশাপাশি গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেখানে কমপক্ষে ১৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেনিনেও তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করেছে।

৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৮,৬০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৪৭ জনে। সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন