
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল সোমবার বিকাল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন ইনকিলাবকে বিষয়টি জানিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বিকাল ৪টায় রাজধানী মহাখালী রেলগেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।
এতে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিল মহাখালী শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় এসে শেষ হবে।
ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার দৈনিক ইনকিলাবকে বিষয়টি জানিয়েছেন।ই