
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিন দিনে ১৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গাজার মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী গত ৭২ ঘণ্টায় (৩ দিন) গাজা শহরে নিরস্ত্র বেসামরিক এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে নৃশংসভাবে ৯৪টিরও বেশি হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি হামলায় ১৮৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েক ডজনেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেগুলোর কাছে পৌঁছানোর সক্ষমতা না থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।যু