
অনলাইন ডেস্ক :
গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগে এবার মামলার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল বিচার আদালতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটি দল ও কয়েকটি সহায়তা সংস্থা তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। মিডল ইস্ট আই।
মামলায় বলা হয়েছে, বাইডেন আন্তর্জাতিক এবং ফেডারেল আইনের প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। মামলাটি খারিজ করতে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে একাধিক প্রচেষ্টাও চালানো হয়েছে। কিন্তু জেলা জজ জেফ্রি এস হোয়াইট এতে সরাসরি শুনানির অনুমতি দিয়েছেন।
বাইডেনের বিরুদ্ধে মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ সরাসরি গাজা থেকে কথা বলেছেন। এর মধ্যে একজন রাফাহর এক হাসপাতালে আশ্রয় নেওয়া ডা. ওমর আল-নাজ্জার। বলেন, ‘আমার দুঃখ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তারা (ইসরাইলিরা) বছরের পরপর এই অঞ্চল অবরোধের মাধ্যমে আমাদের দুর্বল করে রেখেছিল। এরপর তারা আমাদের এই প্রাণহীন দেহেই বুলেট ও ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে।’
এই মামলার বাদীরা ইসরাইলের চলমান অবরোধে গাজায় কোনো অতিরিক্ত সামরিক সহায়তা অথবা কূটনৈতিক সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা দেওয়ার জন্যও অনুরোধ করেছেন।
মামলার শুনানির পর বিচারক হোয়াইট দুঃখ প্রকাশ করে বলেন, ‘তথ্য ও আইনের পরিপ্রেক্ষিতে এটি গত ২৭ বছরে এই আদালতে আসা সবচেয়ে কঠিন মামলা।
হোয়াইট আরও বলেন, আমরা যে সাক্ষ্যগুলো শুনেছি তা সত্যিই ছিল ভয়ংকর এবং কঠিন অভিজ্ঞতা। মামলাটিতে ‘সাক্ষ্য এবং আইন অনুযায়ী অধ্যয়ন’ করা ছাড়াও ‘সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ’ করা হবে বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, অত্যন্ত গুরুত্বসহকারে মামলার সাক্ষ্যগুলো বিবেচনা করে ‘সবচেয়ে কঠিন বিচারিক সিদ্ধান্ত’ নেওয়া হবে।