গণআন্দোলনে বাধা দিয়ে অধিকার আদায়ের সংগ্রাম বন্ধ করা যাবে না : সুব্রত চৌধুরী

খবর ডেস্ক :
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সফল করতে আজ ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল এবং প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সংক্ষিপ্ত সমাবেশে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গণআন্দোলনে বাধা দিয়ে অধিকার আদায়ের সংগ্রাম বন্ধ করা যাবে না। শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে বাংলাদেশকে উগান্ডার পর্যায়ে নিয়ে গেছে। শেখ হাসিনা একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সবাই বুঝে গেছে জাতিসংঘ এখানে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে না। সরকারি অনুগ্রহ নিয়ে যে বা যারা নির্বাচনে যাবে তারা দেশ ও জাতির সামনে প্রতারক হিসাবে পরিগনিত হবে। এই নির্বাচনে বিরোধী দলের আসন বন্টন হবে শেখ হাসিনার দয়ায় এই নির্বাচন হবে হাস্যকর নির্বাচন। জনগণ আর কোন তামাশাভরা নির্বাচন হতে দিবে না। অর্থনীতি ধ্বংস করা রিজার্ভ তসনস করা ফ্যাসীবাদী আওয়ামী সরকার কে জনগণ ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করতে দিবে না। জনগণ দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন চায় না। কিছু রাজনৈতিক দলের নামধারী ভিক্ষুক সরকারের ছত্রছায়ায় এই নির্বাচনে যাবে, এটা জনগণের নির্বাচন নয়। এটা অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার নির্বাচন।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ।

উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন, আনোয়ার ইব্রাহীম, ফারুক হোসেন, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভিন নাসের খান ভাষানী, প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান লিটন, হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

এদিকে গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোস্তফা মোহসীন মন্টু’র সভাপতিত্বে আজ গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির এক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃবৃন্দের অলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়, অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবি ও গণবিরোধী একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আগামী ৩ ও ৪ ডিসেম্বর (রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ ঘোষণা করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব মোঃ আবদুল কাদের।

মন্তব্য করুন