খুব ইচ্ছা বাবার কবরে যেন আমাকে সমাহিত করা হয় : ববিতা

নিজস্ব প্রতিনিধি : কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। তাকে বেশ কয়েকদিন হাসপাতালেও কাটাতে হয়েছে। এখন সুস্থ হয়ে বাসায় বিশ্রাম নিচ্ছেন। গত ৩০ জুলাই ছিল তার ৭১তম জন্মদিন। জন্মদিনে তিনি বলেন, আমি নিয়মিত ইবাদত করি, প্রতিদিন একবার মৃত্যুর কথা ভাবি। আমার খুব ইচ্ছা, আমাকে যেন বাবার কবরে সমাহিত করা হয়। আব্বা বনানী কবরস্থানে ঘুমিয়ে আছেন। শারীরিক সুস্থতা নিয়ে ববিতা বলেন, এখন সুস্থ আছি। করোনা নেই। তবে শরীরটা খুব দুর্বল, বাসাতেই বিশ্রামে আছি। ইচ্ছা ছিল কানাডায় ছেলে অনিকের সাথে জন্মদিন পালন করার। এই পরিস্থিতিতে দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি। তাই অনিকের কাছে যেতে পারিনি। পুরোপুরি সুস্থ হওয়ার পর ছেলের কাছে যাব।ই

মন্তব্য করুন