
শোক সংবাদ।
খবর ডেস্ক :
মামুনুর রশীদ (মামুন) আজ সকালে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
সে সাতকানিয়ার বারদোনা ৮নং ওয়ার্ড খিতামুল্লাহ পাড়া নিবাসী মরহুম মনির আহমদ প্রকাশ নুর আহমদের ৪ সন্তানের মধ্যে মামুন ছোট ছেলে। বড় ছেলে ফরিদুল আলম ও জানে আলমও পূর্বে অকাল মৃত্যু বরণ করেন। বর্তমানে মনির আহমদের ৪ সন্তানের মধ্যে ৩ ছেলে মৃত্যু বরণ করে এবং বর্তমান মরহুমের বড় ভাই হারুনর রশিদ (হারুন) জীবিত আছেন, বর্তমানে সে প্রবাসে আছে।
তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন খিতামুল্লাহ পাড়ার শাহ মজিদিয়া মার্কেট মালিক সদস্য ও সাংবাদিক মো: গিয়াস উদ্দিন।
আজ আসরের নামাজের পর খিতামুল্লাহ্ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।