
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে বন্যার পরেও অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির পেছনে রাজনৈতিক দুর্বৃত্তরা দায়ী। তারা বিভিন্ন স্থানে খাল ও নদী দখল করে বাড়িঘর, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। বর্তমান সরকারকে এসব খাল-নদী উদ্ধার করার ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিশ্ব পানি দিবস উপলক্ষে রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র যৌথ আয়োজনে ‘বৃহত্তর নোয়াখালীতে বন্যা : কারণ, পুনর্বাসন ও স্থায়ী সমাধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ভারতকে শুধু দিয়েই গেছি, কিছু আদায় করতে পারিনি। ব্যক্তিগতভাবে আমরা মনে করি, ভারতের আশপাশের যে সকল দেশ আছে, সব দেশের সঙ্গে ভারতের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দাদা গিরির জন্য ভারতবিরোধী একটা মনোভাব আছে। আমরাও চাই, আমরা অনেক ছাড় দিয়েছি। আর ছাড় দেব না। এখন আমরা ভারতের চোখে চোখ রেখে, চোখ রাঙিয়ে কথা বলে আমাদের ন্যায্য হিস্যা আদায় করব।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রসঙ্গে সেলিম বলেন, কিছুদিন আগে নদী কমিশনের চেয়ারম্যান নদী দখলের বিষয়ে একজন মন্ত্রীর (দীপু মনি) দিকে আঙুল তাক করায় অল্প কিছুদিনের মধ্যেই তাকে সরে যেতে হয়। এই দখলদারির পেছনে যেমন রাজনৈতিক কারণ আছে, রাজনৈতিক দুর্বৃত্তরাও জড়িত। তাদের কোনো দল নেই। যারা যখন ক্ষমতায় তারা তাকে ব্যবহার করছে। বিভিন্ন এলাকায় এরকম অসংখ্য খাল দখল করা হয়েছে। যেখানে বাড়িঘর পর্যন্ত উঠে গেছে। এসব কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারকে এসব খাল উদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে।যু