
সাতকানিয়ায় সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন শাহজাহান চৌধুরী
খবর ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, অসাধু ব্যবসায়ীরা অতি লাভের জন্য খাদ্যদ্রব্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর অনেক কিছু ব্যবহার করে থাকেন। এ খাদ্যদ্রব্যের কারণে মানবদেহে নানা রোগ তৈরি হচ্ছে। এর প্রতিরোধ আমাদের করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ঔষধ বিপণন ও চিকিৎসা সম্পর্কিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেরানিহাটের প্রবীণ ব্যবসায়ী আবুল বশরের সভাপতিত্বে ও আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন- সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন- আবু বক্কর সিদ্দিক। এসময় সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাতকানিয়া উপজেলার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা অংশ নেন। শাহজাহান চৌধুরী আরো বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক সম্প্রসারণ করতে হবে। দেশের জনসংখ্যা অনুপাতে ডাক্তার এবং চিকিৎসালয়ের সংখ্যা অপ্রতুল। এ সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।