কোস্টগার্ডের অভিযান : মহেশখালীতে দেশীয় অস্ত্র-গুলিসহ আটক- ৩

নিজস্ব প্রতিনিধি : মহেশখালীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক।

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্টগার্ড মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদ ক্রয়–বিক্রয়ের সময় শাহজাহান, মোহাম্মদ সিদ্দিক ও মো. সেলিম নামে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড রাইফেলের তাজা গোলা ও ২৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।আ

মন্তব্য করুন