
অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয়, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রদবদল ও পদত্যাগের হিড়িক। সেখান থেকে বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। কোনো ক্রীড়া ফেডারেশন দলীয়করণ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রায় হাজারখানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবি তোলা হয়।
এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল বলেন, ‘আমি আপনাদেরকে ওয়াদা করছি, বাংলাদেশে ভবিষ্যতে, কোনো ক্রিকেট বোর্ড বলেন কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ, দলীয়করণ করা হবে না। আমরা গত ১৭ বছরে এ শিক্ষা পেয়েছি। যে স্বৈরাচারি আচরণ দেখেছি, আর কোনো স্বৈরাচার আসুক সেটা আমরা চাই না।
তিনি আরও বলেন, ‘স্পোর্টস হচ্ছে আপামর সাধারণ মানুষের একটি জায়গা। সেখানে কোনো দল-মতের ভিত্তি আমি দেখি না। রাজনীতিকরণ, দলীয়করণ মুক্ত করতে পারলে বাংলাদেশের যারা মূল, মাঠের যারা সংগঠক, তাদেরকে নিয়ে আমরা প্রতিটি ফেডারেশন, ক্রিকেট বোর্ড, সাজাতে চাই। সেখানে কোনো বিশেষ দলের কাউকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আর হবে না, দেওয়া হবে না, এটা আপনাদের সামনে ওয়াদা করলাম।ই