কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা: ৩ ডাকাতের আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনীর তৎপরতায় ৩টি আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়।

ঘটনাস্থলে এক র‍্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে ৩ ডাকাতকে আটক নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র ছিল।ই

মন্তব্য করুন