
নিশান দাশ
ডেস্ক : ১৬ বছরের যুবক নিশান দাশ। যে সময়টায় ছুটোছুটি আর স্কুলে যাওয়ার কথা, তখন সে শুয়ে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের একটি আশমের বিছানায়। নিশান সুস্থ হয়ে বাঁচতে চায়। অন্য যুবকদের মতো সেও স্কুলে যেতে চায়। মা-বাবার আদর পেয়ে বড় হয়ে পৃথিবী দেখতে চায়। কিন্তু কিভাবে? পায়ে টিউমার ক্যানসার নামক মরণ ব্যাধি রোগে আক্রান্ত। তবে তারপরও তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছেন মা-বাবা।
নিশান দাশ কুতুবদিয়া উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলে পাড়া গ্রামের বিশ্বনাথ জল দাশের পুত্র। আত্মীয় স্বজনসহ সহায় সন্তল বিক্রি করে জুনে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান পিতা বিশ্বনাথ জল দাশ। সন্তানের চিকিৎসার টাকা শেষ হয়ে যাওয়ায় ১০ জুলাই ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পিতা বিশ্বনাথ জল দাশ। মরদেহ টাকার অভাবে বাংলাদেশে আনতে না পারায় ভারতে শেষ কৃত্য ২য় পৃঃ ৩ কঃ দেখুন
কুতুবদিয়ার যুবক নিশান দাশ বাঁচতে চায় করা হয়। মাত্র ৫ লক্ষ টাকার অভাবে ভারতের একটি মন্দিরে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন নিশান দাশ।
নিশান দাশ বলেন, বাবার সাথে চিকিৎসার জন্য ভারতে এলে এক মাস পর বাবা মারা যান। এখন আমি বিনা চিকিৎসায় একটি মন্দিরে আশ্রয় নিয়েছি। টাকার অভাবে দেশেও যেতে পারতেছিনা। সুন্দর পৃথিবীতে বাঁচতে জাতি ধর্ম বর্ণ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। নিশান দাশের মা প্রভা রানী দাশ জানান, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে আমাদের সংসার, গার্মেন্টসে চাকরি করে তিন মেয়েকে বিয়ে দিয়েছি। একমাত্র সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের পরামর্শে অনেক কষ্টে ভারতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে স্বামীর মৃত্যু হয়। এখন ছেলেটা ভারতের একটি মন্দিরে আশ্রয় নিয়েছে গর্ভের ধন একমাত্র সন্তানকে নিজ দেশে ফিরে আনতে সকলের প্রতি সাহায্যের আহবান জানিয়েছেন তিনি।
নিশান দাশকে সাহায্য পাঠানোর জন্য ০১৮৭৮-৭১ ০৫ ৭৩ (বিকাশ, নগদ, রকেট) এই নাম্বারে যোগাযোগ করবেন।বিজ্ঞপ্তি।