
মোঃ শফিকুল ইসলাম,রংপুর থেকে : গত ৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন সাকোয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাককাটির হাট উপশাখা কর্তৃক আয়োজিত রাজারহাট সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ মোঃ এহসানুল হক (ফরহাদ) পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়।
উক্ত সাধারন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাকিরপাশার ইউনিয়ন এর সাবেক সভাপতি মোঃহাসিবুল ইসলাম।
সাংবাদিক মোঃ আলী আহসান শেখ এর উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়।
উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সম্মানিত সভাপতি মোঃ আব্দুল্লাহ আল আবিদ, আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মোঃ খোকন পাটোয়ারী, রাজারহাট পূর্ব থানা শাখার সম্মানিত সভাপতি মোঃ সাদিকুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ শাহরিয়ার নাসির ।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম চাকিরপশার ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ ইলিয়াছুর রহমান।
প্রধান অতিথি প্রশ্ন-উত্তর সেশন শেষ করে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামীর বাংলাদেশ গড়ার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে সকলকে একযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যোগ দিয়ে তথা দেশকে এবং জাতিকে সোনার দেশ এবং মানুষে পরিণত করার লক্ষ্যে এক হওয়ার আহ্বান জানান।