
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে স্ত্রীর ওড়না পেঁচিয়ে দেলোয়ার হোসেন (২৮) নামের ১ যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা (৪ নম্বর ওয়ার্ড) তাজু মুল্লুকের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন এবং চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ সেলিম।
নিহত দেলোয়ার হোসেন ঘটনাস্থল এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। দেলোয়ার পরিবারের চতুর্থ ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোনো এক সময় নিজের বসতঘরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। পরে স্বজনরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমকে) নেওয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়।
জানা গেছে, নিহত দেলোয়ারের ৬বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দেলোয়ার মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন পাগলের আচরণ করতো। সে একটি গার্মেন্টসে মালামাল উঠানামা (লেবারের) কাজ করত। পরিবারে অভাব অনটন রয়েছে। মূলত অভাব অনটনের কারণে দেলোয়ার আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনো জানা যায়নি। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।আ