কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদ আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে মো. পেয়ার আহমেদ নামে ১ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা বাংলা বাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। আটক পেয়ার আহমেদ চরপাথরঘাটা ইছানগর গ্রামের কালামিয়া সওদাগরের বাড়ির মকবুল আহমেদের ছেলে।

পেয়ার আহমেদ কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।আ

মন্তব্য করুন