tag: করোনায় আক্রান্ত হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আমাদের খবর
Sun. Jan 17th, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়

করোনায় আক্রান্ত হলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

1 min read
করোনায় আক্রান্ত হলেন মাশরাফী

করোনায় আক্রান্ত হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে। এই মহামারি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। মাশরাফি বিন মোর্ত্তজার সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই নিজ এলাকা নড়াইল-২ আসনের জনগণের পাশে ছিলেন তিনি সব সময়।

সম্প্রতি তার দেহে এই মহামারি প্রাণঘাতী করোনার উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষায় পজিটিভ রিপোট আসে।

শুক্রবার তার দেহে ১০১ ডিগ্রি জ্বর থাকলেও শনিবার তা ৯৯ এ নেমে এসেছে। করোনা পজিটিভ হওয়ার পরপরই তিনি তার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

এ বিষয়ে মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই।

এমনিতে অ্যাজমার সমস্যা থাকলেও শ্বাস কষ্ট অনুভব করছেন না তিনি।

দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেস।

নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জানা গেছে কয়েকদিন জ্বর থাকায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

এরপর গতকাল শুক্রবার রিপোর্ট হাতে পান মাশরাফী বিন মোর্ত্তজা। তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে।

তার আগে ১৫ জুন করোনা পজিটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।

মাশরাফীর ব্যক্তিগত সহকারী সানি গণমাধ্যমে বলেন, আল্লাহর রহমতে স্যারের জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

বাসাতেই আছেন। আজ আবার তার করোনা টেস্ট করানোর চেষ্টা করছি।

নড়াইলবাসীকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করতে নানামুখী ব্যবস্থা গ্রহণ করেন মাশরাফী বিন মোর্ত্তজা।

এমনকি করোনা ভাইরাস চিকিৎসা সেবা দেয়ার জন্য বাড়ি বাড়ি ডাক্তারদের পাঠিয়ে চিকিৎসাও নিশ্চিত করেছেন তিনি।

সবশেষ ( ২০ জুন) তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। আর এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *