কবিতা:__”শৈশব ম্মৃতি”__

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২৭-১০-২০২৪)ইং

__________________________________
অবুঝ মনে চিরচেনা প্রান্তরে
কেটেছে কত বেলা,
তারে আজো ছন্দের প্যাঁচে
বুনি সারাবেলা।

গ্রামের সমবয়সী বন্ধু-বান্ধব
মিলতাম গিয়ে একজায়গায়,
তারপর সবে আলোচনায় বসতাম
কোন খেলা খেলা যায়?

সুপারিগাছের ডালের উপর
বসতাম কয়েকজন,
সামনে থেকে শাখা ধরে
টানত দুই-তিনজন।
এমন বর্ণিল মুহূর্তগুলোতে,
ফিরে কি আবার যাওয়া যাই?

বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে
চড়তাম উপরে বসে,
মাঝে-মধ্যে পিছলে গিয়ে
ব্যথা পেতাম কত হাত-পায়ে।

গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়টা
আনত অন্যরকম সুখ,
বৈরী হাওয়া একটু পেলেই
হাজির হতাম গাছতলায়।

মধুমাসে গাছের ডগায়
থাকত যদি আম,
ঙ্কুল থেকে ফেরার পথে
বন্ধু সবে মিলেমিশে
ছুড়তাম ঢিল আমটির উপর।

বর্ষার মৌসুমে বন্ধুরা মিলে
সেচতাম কত মাঠ,
দিনশেষে গুটিকয়েক মাছ পেয়ে
আনন্দের থাকত না শেষ।

কখনো হাসায়,কখনো কাঁদায়
শৈশবম্মৃতি গুলো মোরে,
লিখেছি তব কিছু মুহূর্ত
সদা অম্লান থাকুক হৃদয়ে।
__________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন