
লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
পশলা পশলা বৃষ্টিস্নাতে
দুপুরবেলার ক্রান্তিলগ্নে
তার সাথে দেখা হল
অচেনা এক জলের ঘাটে।
নির্জন এক সিগ্ধ পরিবেশে..
ঝুমঝুম শব্দের প্রকৃতির আবহে
মগ্ন হয়েছি তার প্রেমের মোহে।
প্রেমের ছন্দে সাতাঁর শিখে
দিলাম পাড়ি অশান্ত সাগরে,
প্রেমের জালে তারে বুনে
জাগি এক অচিনকূলে!
অচিনকূল..!
নিরাকার,নিস্তব্ধ,রিক্ত কূল
প্রেমের টেউ বহে উত্তালমনে
অবলা মনে বৃষ্টিবিলাসে
তারে সাধি ছন্দের খোলসে!
_________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।