
তারিখ:_(১৯-০১-২০২৫)ইং,সোমবার
________________________________________
পশ্চিম এলাহাবাদের অনুন্নত শিক্ষা-ব্যবস্থাকে
যুগোপযোগী ও মানসম্মত ধারায় পরিবর্তনে
২০১৪ সালে আরম্ভ হয় এক নতুন বিদ্যাপীঠের
‘মোস্তফা জহির আদর্শ বিদ্যা নিকেতন’ নামে।
এলাকার সুশিক্ষা বঞ্চিত শিশুদের মনে এল জোয়ার
সচেতন অভিভাবকদের সহযোগিতায় চলছে দুর্বার
গুণগত শিক্ষার মশাল নিয়ে হাঁটছে আভীষ্ট লক্ষ্যে
যেন,এক অনির্বাণ শিখার মতো দিগন্ত ছোঁয়ার পথে।
মুখস্থ বিদ্যায় নয়,ক্লাসনির্ভর পাঠদানের অভিলাষ নিয়ে
একঝাঁক যোগ্য ও মেধাবী শিক্ষকমন্ডলী ব্যস্ত সময় পার করছে
স্বনির্ভরশীল ও নৈতিকবোধ সম্পন্ন জাতি গঠনের সংকল্পবদ্ধে
এগিয়ে যাচ্ছে প্রিয় বিদ্যাপীঠটি কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে।
সুনামের সহিত প্রতিষ্ঠানটি আজ এক আস্থার নাম
পথ পরিক্রমায় উপজেলার মধ্যে ও রেখেছে মেধার ছাঁপ
প্রতিষ্ঠাতা ও পরিচালক মহোদয়ের প্রতি জানাচ্ছি বিনম্র সম্মান
হাসুক শিশুরা,দীর্ঘ সূত্রিতায় গাঁথুক প্রতিষ্ঠানটি এই আশাই কাম্য।
______________________________________
নাম:_মো:ওসমান হোসেন সাকিব, শিক্ষার্থী:_এসএসসি ব্যাচ-২০২০ইং,মোস্তফা জহির আদর্শ বিদ্যা নিকেতন।