কবিতা:__”প্রতিহিংসার রাজনীতি”__

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(০৯-১১-২০২৪)ইং
__________________________________
বাংলাদেশের রাজনীতির মাঠটা
নহে মুক্তচর্চার কেন্দ্র,
আছে শুধু প্রতিহিংসা,দলাদলি
প্রতিপক্ষের হয়রানিতে সকলে ব্যস্ত।

রাজনীতির মূল লক্ষ্যটা কি_
জানা নেই অনেক নেতা-কর্মীর কাছে।
বেশিরভাগই ভেবে বসে
ক্ষমতাসীন দলটা মাঠের রাজা,
ক্ষমতাহীন দলটা বলের স্বরূপ।

জনগণের সেবা ব্যতিত,
হয়না কোনো রাজনীতির চর্চা।
প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠে যারা,
তাদের নেই কোনো রাজনীতি করার যোগ্যতা।

বাংলাদেশের প্রেক্ষাপটে_
কর্মী নিয়ে খেলার আসর
জমায় রাজনৈতিক গুরুরা,
অধিকারের নামে মাঠে নামায়
খেলে নেতা নামের সুশীলরা।

সামনে থাকে গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যানার
পেছনে থাকে সুবিধাভোগী চাটুকার সমাজ।
কর্মী নামের শক্তিটা ব্যবহার করে
প্রাণনাসের হুমকিতে ফেলে,সংঘাতে জড়িয়ে দিয়ে
সুকৌশলে ক্ষমতা লাভে ন্যস্ত।

গুম,খুন,হয়রানি নয় রাজনীতির বিশেষত্ব
দেশ তথা জনযাত্রার মান-উন্নয়ন,
এইতো রাজনীতির মূখ্য বিষয়।

পরিবর্তন চাই!
দলান্ধতা আর প্রতিহিংসায়
ফুঁসব কেন মোরা,,
সাম্যে হোক চর্চা,মুক্তমঞ্চে হোক বিচরণ।
অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখব সবাই।
প্রতিহিংসায় নয়,দেশ সেবায় গড়ব মোরা।।
___________________________________
শিক্ষার্থী:__গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন