
লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১৯-০৮-২০২৪)ইং
__________________________________
বাজেট নির্ধারণে নূন্যতম বাজেট
করা হয় বাংলাদেশের শিক্ষাখাতে;
২% তা তো শিক্ষকদের বেতন লাগে
তাতে শিক্ষাখাতে কি উন্নয়ন ঘটে?
প্রশাসনের নামে চলে দূর্নীতি,হয়রানি
ঙ্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে,
স্বচ্ছ জবাবদিহিতার অভাবে
হয়রানিতে ভোগে শিক্ষার্থীরা।
নতুনরূপে,নতুন রীতিতে
প্রণয়ন হলো শিক্ষাধারা,
বাস্তবতায় দেখা মিললো
বেহায়াপনার উগ্র ছায়া।
শতকরা ৯০% এই মুসলিম দেশে
নীতি-নৈতিকতা চরম সংকটে,
‘সমকামিতা’ মতো জগন্য বিষয়
পাঠ হিসাবে স্থান পেল
সপ্তম শ্রেণীর বইয়ে।
নব্য সৃষ্টি এই শিক্ষা-ব্যবস্থায়
নামে ‘স্বাস্থ্য সুরক্ষা’ বই করে,
অশ্লীল কথা-বার্তার ছড়াছড়ি মিলে
মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বইয়ে।
বয়:সন্ধিকালের স্বাস্থ্যবিষয়ক তথ্যসমূহ,
অবশ্যই, কিশোর-কিশোরীদের জানার বিষয়।
তবে,এভাবে একই ক্লাসে মিলে-মিশে নয়।
পাঠদানের নামে বেহায়াপনা পরিবেশ করে নয়।
জানা যায় ছেলে-মেয়ে আলাদা পাঠের মাধ্যমে।।
ইভটিজিং, ধর্ষণ থাকবে নিরক্ষর সমাজে
কিন্তু তা এখন রমরম শিক্ষিত সমাজে।
তাই বলি কি…
বর্তমান শিক্ষাধারার দুষ্কুত মনোভাব
প্রতিফলন ঘটছে না তরুণ প্রজন্মে?
মূল্যায়নের নামে মেধার অবক্ষয়,
হচ্ছে সমালোচনার পাত্র যেথায়-সেথায়।
আশা রাখছি…
শিক্ষা-ব্যবস্থায় আসবে পরিবর্তন,
পড়া-লেখার বাড়বে মান।
___________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।