কবিতা:_”বিদ্বেষ নয়,সম্প্রীতি চাই”_

~~~মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(০৪-০৪-২০২৫)ইং

পাশাপাশি দেশের মধ্যে
বিদ্বেষ নয়, সম্প্রীতি চাই
পাশাপাশি দশের মধ্যে
শত্রু নয়, বন্ধু হতে চাই।

কেউ তো কারো গোলাম নয়
সবাই আলাদা স্বাধীন দেশ
তাতে ও কেন?
সীমান্ত হত্যা, তিস্তা প্রকল্প ঘিরে
চলছে অমানবিক, অসমতার রেশ।

চোখ রাঙ্গানি, কর্তৃত্বভাব
তা বন্ধ হোক চিরতরে
ভারত আর বাংলাদেশের মধ্যে
সুসম্পর্ক গড়ে উঠুক নায্যতার তরে।

বিশ্বনেতা ড.মুহাম্মদ ইউনুস স্যার
আমাদের গর্ব, বাংলাদেশের প্রাণ
তারঁই নেতৃত্বে ভারত-বাংলাদেশ
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে চাই।
_________________________________
শিক্ষার্থী:_গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন