কবিতা:_”ঠা ঠা রোদ”_

~~~মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১৩-০৫-২০২৫)ইং

শুকিয়ে গেল পানি
পুকুর হয়ে গেল বিল,
মানুষ হয়ে গেল অতিষ্ঠ
জমি হয়ে গেল খিল।

লোকজন ধুকছে ঠা ঠা রোদে
বৃষ্টির মতো ঝড়ছে ঘাম,
মাথার উপর ছাতা ছাড়া
হয়না কোনো কাম।

শস্যগুলো মরছে শুষ্কতায়
জল নেই কোথাও ফোঁটা,
পশুগুলো ধুকছে ক্ষুধায়
ঘাসগুলো হারিয়েছে সতেজতা।

পাখিরা ছোটে ছায়ার খোঁজে
গাছগুলো যেন নিরুপায়,
বৈশাখ-জ্যেষ্ঠ মাসে বাংলাদেশে
প্রচণ্ড তাপে জন-জীবন ব্যাহত হয়।


শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন