কবিতা:_”ঝরে পড়া পাপড়ির অদৃশ্য বুলি”_

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২৩-০৬-২০২৪)ইং
_____________________________________

কত যত্নে ছিলাম তোমার ডালে
কেন ছন্নছাড়া করে দিলে মোরে?
আজ অযত্নেই পড়ে রহিলাম!

কত প্রস্ফুটিত ছিল মোর সৌন্দর্য
মিষ্টি সুবাসে দিন-রাত ছিল আত্মহারা।
কেন ছন্নছাড়া করে দিল মোরে?
আজ অযত্নেই পড়ে রহিলাম!

হ্যাঁ,বুঝেছি!
তুমি তো বৃক্ষরাজি..
তোমার বুকে শত পাপড়ির বসবাস।
তাই,বুঝি?
করোনা আমার সন্ধান।

শত পাপড়ির ভীরে
আমিও ছিলাম উঁচু শিউরে,
কেন ছন্নছাড়া করে দিলে মোরে?
আজ অযত্নেই পড়ে রহিলাম।

শুধাই তোমায়,
তোমার কঞ্চি-ডগার নির্জন কোণে
আমার কি পুন-জন্মে স্থান মিলবে?
_______________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন