কবিতা :__”অবহেলিত শ্রমিকসমাজ”__

লেখক :_মো:ওসমান হোসেন সাকিব
_____________________________

আজ যে সুশীল বিনির্মিত সমাজ
আসেনি তো শূন্যতায় ভেসে,
আছে কত রক্তিম ইতিহাস
পশ্চাতে দেখো কত বিস্তীর্ণ পথ।

শ্রম বিনা গড়েছে কি সভ্যতা?
শ্রম বিনা উঠেছে কি মিশরের পিরামিড?
বিনা শ্রমে আগ্রার তাজমহল পেয়েছে কি ম্লান?
না………..না………..না
ঠুলি খুলে দেখো, আজো ভেসে আসে
শ্রমিকের রক্তবেচাঁর ঘ্রাণ।

অবলা সমাজ,
আজ তাদের দেয় কি দাম?
কখনো ছোঁড়ে ছোটলোক
কখনো ছোঁড়ে নিরক্ষর,দূর্বল
সুযোগ পেলে কষে তোলে গায়ে হাত।

আফসোস!
যাদের পুড়ে হয় সে সমাজসেবক
যাদের ঘামের বিনিময়ে পড়ে সে উচ্চমানের কোট।
যাদের গড়া সভ্যতায় হয় সে গুণীজন
দিনশেষে এই ভদ্রসমাজ,বানিয়ে দে তাদের দুর্জন।

আজ জাগরণের দিন।
তুলো আওয়াজ, গড়ো গর্জন সমুন্নতভাবে
কেন আজও অবহেলিত, নিপীড়িত শ্রমিকসমাজ?
তোমাদের চারিত ভূমিতে পা পেলে
সাজে যারা মহাজন,
ভেঙ্গে দাও সেই ডগা!
উদ্দীপ্ত তর্জনীতে গড়ে তোলো সুশাসন।
________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন