কবিতা- ৬, এ মনে শুন্যতা বিরাজ করে

এ মনে শুন্যতা বিরাজ করে

‌‌ ‌‌কারিমা খাঁন দুলারী
‌‌ ‌‌ ‌‌ ‌ ‌ ‌খুলনা জেলা- ফুলতলা।

এ জীবনে সব থাকতে হৃদয়ে শুন্যতা বিরাজ করে
আপন জন রক্তের বাঁধন সব যাচ্ছে কি করে ছেড়ে।
বেঁচে থাকতে সবার জীবনে খুব বাঁচার আয়োজন
এই ভুবনে যা কিছু আছে সবার সবই আছে প্রয়োজন।
এক নিমিষেই চলে যাচ্ছে আমাদের ছেড়ে প্রিয়জন।
স্মৃতির পাতায় থেকে যায় তাদের দৃশ্য সর্বক্ষণ।

হঠাৎ করে আসবে চলে এক দিন ঐ পাড়ের ডাক
মসজিদের মুয়াজ্জিন করুন কন্ঠে দিবে জানাজার হাক।
সবে মিলে ছুটে এসে কিনবে সাদা কাফনের কাফন
ঐ অন্ধকার কবরের ভিতর থাকবে না কেউ আপন।
গোসল দিয়া বাড়ীর উঠানে লাগাবে আতর গোলাপ
এই পৃথিবীর কারো সাথে হবে না আর কখনও আলাপ।

মা পাগল হয়ে কাঁদবে ধরে আমার নিথর এই লাশ
গ্রাম বাসী আপন জন এসে কাটবে ঝাড়ের বাঁশ।
চার জন ধরবে খাটিয়া আমাকে ঘাড়ে নিবে তুলে
এই জানাজা পড়বে আমার রক্তের বাঁধন মিলে।
ফেরেশতা এসে প্রশ্ন করবে পৃথিবীতে কি করে ছিলে।
মাটি চাঁপা দিয়ে এসে সবে যাবে আমাকে যে ভুলে।

সারে তিন হাত মাটির ঐ অন্ধকার গহীন কবরে
নিথর দেহ থাকবে পড়ে ঐ শুন্য মাটির গোড়ে।
স্বপ্ন আশা কামনা যতো আছে সব হবে শেষ
ঐ আঁধারে ঢাকা মাটির ঘর চিরস্থায়ী হবে দেশ।
চিৎকার করলে কেউ নেই আসবে কাছে তারা ছুটে
আযাবের কষ্টে তোমার বুকের ছাতি যাবে ফেটে।

মন্তব্য করুন