কবিতা- ২৪ এর মর্মার্থ

-সাদিয়া আক্তার নীলা
বারৈয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়, মীরসরাই, চট্টগ্রাম।

বাঙালি এক এমন জাতি
যার রয়েছে হাজার ইতিহাস,
জানিয়ে আজ গর্বিত আমি
জুলাই-বিপ্লবের উদ্ভাস।

জুলাই-বিপ্লবের কথা শুনে এক বালক উঠে দাঁড়ালো,
বলল, “আমি জানি জুলাই-বিপ্লবের মানে।”
আমি বললাম, “তাহলে বল?”
সে বলল,”জুলাই বিপ্লব মানে রক্ত দেয়া।
জুলাই বিপ্লব মানে ভাই-বোন হারানোর বেদনা।
জুলাই বিপ্লব মানে আগুনে পুড়ে মারা যাওয়া।
জুলাই বিপ্লব মানে নিরীহদের গুম করা।”
শুনে আমি হতবাক,
বললাম, “তুমি একি বলছ ভাই?”
সে বলল,”এক নিষ্ঠুর দৃশ্যের কথাই তোমাকে শোনাই।
১৬ই জুলাই, দুই হাত বাড়িয়ে বুক ফুলিয়ে জীবনকে তুচ্ছ করে আবু সাইদ বলল,
“গুলি করেন আমাকে।”
কিন্তু কী হলো শেষে!
ফ্যাসিস্টদের নির্মম গুলিতে শহীদ হলো বাংলার বীর সন্তান আবু সাইদ।

১৮ই জুলাই, আজমপুরের সেই সড়কে দাঁড়িয়ে এক ছাত্র বলল,
“পানি লাগবে কারও?পানি,পানি- কিন্তু কী হলো শেষে!
ফ্যাসিবাদীদের হাতে গুলিবিদ্ধ হলো সেই বীর সন্তান মীর মুগ্ধ।
বহু ছাত্রকে ভ্যানগাড়িতে জ্বালিয়ে দিল সেই বর্বর ফ্যাসিস্টরা,
গুলির বজ্রপাত দেখে যেন কেঁপে উঠল বাংলার মৃত্তিকা।

ভুলি আমি কি করে সেই দিনগুলোর বর্বর ইতিহাস!
তাই আমি বলি,
” ২৪এর স্বাধীনতা, এটি এক এমন শব্দ যা নিরীহদের করেছিল গ্রাস।”

তারপর সেই ছেলেটি অবিরাম কাঁদতে থাকলো….
তখন আমি বললাম,
“তোমার কাছে জুলাই বিপ্লব মানে রক্ত দেয়া,
কিন্তু সেই আবু সাইদ আর মীর মুগ্ধ -র কাছে জুলাই বিপ্লব মানে যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ছিনিয়ে নেয়া।

তোমার কাছে ২৪এর বিপ্লব মানে ভাই আর বোনকে হারানো,
কিন্তু তোমার ভাই আর বোনের কাছে ২৪এর বিপ্লব মানে নিজের দেশকে বাঁচানো।
তাদের মতো আরো হাজারো ছাত্রকে মারল সেই নিষ্ঠুর ফ্যাসিবাদীরা,
মায়ের বুক খালি হবে জেনেও রণাঙ্গনে গেল সেই সন্তানরা।”

সেই ছোট্ট ছেলেটি তখন নিশ্চুপ হয়ে পড়ল।
বলল,”এটা কি সত্যি?”
আমি বললাম, “আলবাৎ সত্যি।”
সে তখন বুঝতে পারল তার ভুল।
তারপর দুজনে একসাথে বললাম,
“মোরা লড়াই করেছি,মোরা যুদ্ধ করেছি,
তরুণদের রক্তের বিনিময়ে মোরা ফিরে পেয়েছি দেশ।
দেশের ইতিহাস বলতে গেলে মনটা লাগে বেশ।
রক্ত ঝরেছে দিন এর পর দিন,
মোরা তারুণ সমাজ চুপ থাকি আর কতদিন।
অত্যাচার, নির্যাতন,নিপীড়ন চলবে আর কতদিন?
আমার দেশ এক অমূল্য ধন,
ছিনিয়ে নেবে কোন ফ্যাসিস্টগন,
রক্ত ঝরিয়েছে ফ্যাসিবাদী তারা,
মানবো না, মানবো না তাদের জীবনধারা।
মোরা লড়াই করেছি, মোরা যুদ্ধ করেছি,
হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে মোরা ফিরে পেয়েছি দেশ,
দেশের ইতিহাস বলতে গেলে মনটা লাগে বেশ।

মন্তব্য করুন